ডিএসইতে ১১৫০ কোটি টাকা লেনদেন

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে বেড়েছে সূচক এবং লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 05:43 PM
Updated : 8 Dec 2016, 05:44 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯৩ পয়েন্টে হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৪৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৩.০৪ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১২৫ টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭১ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৫৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১৮.২২ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৫৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৭৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।