ঢাকা স্টককে সতর্ক করল বিএসইসি

যথাযথভাবে আইন পরিপালন না করায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2016, 10:34 AM
Updated : 7 Dec 2016, 10:34 AM

মঙ্গলবার বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয় বলে নিয়ন্ত্রক সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৮ সালে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজের স্পন্সর শামসুল আবেদীন আকন্দের ২১ হাজার ৫০০ শেয়ার তার নিজের হিসাব থেকে যৌথ হিসাবে স্থানান্তর অনুমোদন করে ডিএসই নিজেদের লিস্টিং রেগুলেশন ৪(২) ভঙ্গ করেছে।

একইসঙ্গে ডিএসই এ বিষয়ে তদন্ত চলাকালে কমিটিকে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য দিতে ব্যর্থ হওয়ায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স ১৯৬৯ এর সেকশন ২১(২) ভঙ্গ হয়েছে।

এসব আইন ভঙ্গের দায়ে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।