মিথ্যা তথ্য ও অসহযোগিতা: ন্যাশনাল পলিমারকে জরিমানা

মিথ্যা ও একই বিষয়ে ভিন্ন তথ্য দেওয়ায় ন্যাশনাল পলিমারকে পাঁচ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2016, 10:19 AM
Updated : 7 Dec 2016, 10:19 AM
পাশাপাশি অসহযোগিতার কারণে কোম্পানিটির উদ্যোক্তা খালেদা আকন্দকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থার কমিশন সভায় এসব সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা শামসুল আবেদীন আকন্দের ২১ হাজার ৫০০টি শেয়ার স্থানান্তের বিষয়ে তদন্ত চলাকালে কোম্পানি কর্তৃপক্ষ তদন্ত কমিটিকে অসত্য তথ্য দিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ১৮ ভঙ্গ করেছে।

এছাড়া একই বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ২১(২) ভঙ্গ করেছে। ফলে বিএসইসি কোম্পানিটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া শামসুল আবেদীন আকন্দের শেয়ার স্থানান্তের বিষয় তদন্তের সময় তদন্ত কমিটিকে সহায়তা না করে কোম্পানিটির উদ্যোক্তা খালেদা আকন্দ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ২১(২) ভঙ্গ করায় তাকে জরিমানা করা হয়েছে।