পুঁজিবাজারে কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2016, 11:37 AM
Updated : 4 Dec 2016, 11:59 AM

রোববার দেশের প্রধান পুঁজিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সঙ্গে লেনদেন আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭২ শতাংশ কমেছে।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন প্রায় ১৬ দশমিক ৮৪ শতাংশ কমলেও সূচক বেড়েছে।

রোববার দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ৪ হাজার ৮২২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৭৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা গত বৃহস্পতিবার ছিল ৮০৩ কোটি ৪৫ লাখ টাকা।

লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৩৯টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই রোববার দিন শেষে ১৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৫৫ পয়েন্টে অবস্থান করছে।

হাতবদল হয়েছে ৪৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিন ছিল ৫৩ কোটি ৫৯ লাখ টাকা।

লেনদেনে থাকা ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টির।