দর বেড়েছে দুই বাজারে

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে বেড়েছে সূচক এবং লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2016, 10:05 AM
Updated : 1 Dec 2016, 10:05 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২২ পয়েন্ট বেড়ে চার হাজার ৮২৩ পয়েন্ট হয়েছে।

ঢাকার পুঁজিবাজারে এদিন ৮০৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৭ দশমিক ৪১ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১২৩টির ও অপরিবর্তিত রয়েছে ৫১টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৪১ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৫৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ৩৫ দশমিক ৭০ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪ টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।