সূচক কমলেও লেনদেন বেড়েছে

দেশের দুই পুঁজিবাজারে সূচক কমার ধারাবাহিকতা চললেও সপ্তাহের শেষ দিনে লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2016, 11:39 AM
Updated : 27 Oct 2016, 11:39 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২২ পয়েন্ট কমে চার হাজার ৬৩৬ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে ৬০৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২ দশমিক ৪৪ শতাংশ বেশি।

এ বাজারে লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪০ পয়েন্ট কমে ১৪ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৪৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ২৮ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।