দেড় ঘণ্টায় সূচকের পতন

দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থদিন সকালে প্রথম দেড় ঘণ্টার লেনদেনে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 06:53 AM
Updated : 26 Oct 2016, 06:53 AM

বুধবার বেলা ১২টা ১৮ মিনিট পর‌্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২০ পয়েন্ট কমে চার হাজার ৬৬২ পয়েন্ট হয়।

এসময় পর‌্যন্ত ২৫৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয় ডিএসইতে।

লেনদেনে থাকা ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ৭৩টির, কমে ১৯৭টির ও অপরিবর্তিত থাকে ৪৩টির দর।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেলা ১২ টা ১২ মিনিট পর‌্যন্ত ৭৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করে।

সিএসইতে এসময় লেনদেন হয়েছে ১২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার।

এসময়ে ২০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ৪১টির, কমে ১৪৩টির এবং অপরিবর্তিত থাকে ২৪টির দাম।