৭ কোম্পানির অনিরীক্ষিত প্রতিবেদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানি তাদের বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2016, 12:26 PM
Updated : 27 Oct 2016, 08:04 AM

এর মধ্যে চারটি কোম্পানির মুনাফা সর্বশেষ প্রান্তিকে বেড়েছে, দুটির কমেছে ও একটির অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে ।

ব্যাংক খাতের তিনটি কোম্পানি তৃতীয় প্রান্তিকের তথ্য প্রকাশ করেছে, যেগুলোর দুটোর মুনাফা কমেছে ও একটির বেড়েছে ।

এর মধ্যে ব্র্যাক ব্যাংক শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ১ টাকা ১০ পয়সা, যা আগের একই সময়ের চেয়ে ২৮ শতাংশ বেশি ।প্রথম নয় মাসে কোম্পানিটি মুনাফা করেছে ৩ টাকা ৬২ পয়সা, যা আগের বারের চেয়ে ৫৭ শতাংশ বেশি।

ঢাকা ব্যাংক শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ৪৬ পয়সা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশ কম । প্রথম নয় মাসে ব্যাংকটি মুনাফা করেছে ১ টাকা ৬৭ পয়সা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪ শতাংশ কম।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ৭৩ পয়সা, যা আগের বারের চেয়ে ২২ শতাংশ কম । প্রথম নয় মাসে ব্যাংকটি মুনাফা করেছে ২ টাকা ১৮ পয়সা, যা আগের বারের চেয়ে ৬ শতাংশ বেশি।

বীমা খাতের দুটি কোম্পানি তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যার মধ্যে একটির মুনাফা অপরিবর্তিত রয়েছে; বেড়েছে একটির।

জনতা ইন্সুরেন্স কোম্পানি শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ২ পয়সা, যা আগের বারের সমান । প্রথম নয় মাসে কোম্পানিটি মুনাফা করেছে ৩৭ পয়সা, যা আগের বারের চেয়ে ৮ শতাংশ কম।

রূপালী ইন্সুরেন্স কোম্পানি শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ৬০ পয়সা, যা আগের বারের চেয়ে ১৮ শতাংশ বেশি । প্রথম নয় মাসে এই কোম্পানি মুনাফা করেছে ১ টাকা ৯৩ পয়সা, যা আগের বারের চেয়ে ৬ শতাংশ বেশি।

আর্থিক খাতের ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট তৃতীয় প্রন্তিকে শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ৩১ পয়সা, যা আগের বারের চেয়ে ৫৫ শতাংশ বেশি । প্রথম নয় মাসে প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ৯৪ পয়সা, যা আগের বারের চেয়ে ২৭ শতাংশ বেশি।

প্রকৌশল খাতের বাংলাদেশ ল্যাম্পস লিমিটিড প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ৩০ পয়সা, যা আগের বারের চেয়ে ৩০ শতাংশ বেশি ।