প্রথম তিন ঘণ্টায় সূচক কমেছে

সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে প্রথম তিন ঘণ্টায় দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2016, 07:56 AM
Updated : 25 Oct 2016, 07:56 AM

মঙ্গলবার বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬ দশমিক ৬৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮৭ পয়েন্টে নামে; হাতবদল হয় ৪১৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার।

এসময় ডিএসইতে লেনদেনে থাকা ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৪৭টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেলা ১টা ২৭ মিনিট পর্যন্ত ৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৪১৫ পয়েন্টে নামে; লেনদেন হয় ২২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার।

এসময়ে সিএসইতে লেনদেনে থাকা ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১১৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।