দরপতনের ধারাতেই পুঁজিবাজার

সপ্তাহের চতুর্থদিনের মতো শেষ দিনেওে সূচক এবং লেনদেন কমেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2016, 10:02 AM
Updated : 20 Oct 2016, 10:02 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ১০ পয়েন্ট কমে চার হাজার ৬৯২ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে ৫০০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০ দশমিক ৬২ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৫৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৯টির দাম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪০ পয়েন্ট কমে হয়েছে ১৪ হাজার ৪০৪ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ২৫ দশমিক ৪৩ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০২ পয়েন্টে অবস্থান করছিল। লেনদেন হয়েছিল ৫৬০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে হয়েছিল ১৪ হাজার ৪৪৫ পয়েন্ট। আর হাতবদল হয়েছিল ৩১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার।