মূলধন বাড়ানোর অনুমতি পেল পূবালী ব‌্যাংক সিকিউরিটিজ

পূবালী ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডকে পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 11:21 AM
Updated : 27 Sept 2016, 11:21 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।

বিএসইসি সোমবার চিঠির মাধ্যমে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডকে মূলধন বাড়ানোর অনুমতি দেয়।

কোম্পানিটি দুই কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০০ টাকা।

এছাড়া তিন কোটি প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে ৩০০ কোটি টাকা উত্তোলন করা হবে; যা পূবালী ব্যাংকের।