সূচক, লেনদেন কমেছে

সপ্তাহের চতুর্থ দিনের লেনদেনে সূচক, লেনদেন- দুইই কমেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 11:01 AM
Updated : 27 Sept 2016, 11:03 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ছয় পয়েন্ট কমে চার হাজার ৬৭৮ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন ৫৩৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা সোমবারের চেয়ে তিন দশমিক ৩৯ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৮১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৮১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ছয় দশমিক ৫৩ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।