সূচক ঘুরে দাঁড়ালেও কমেছে লেনদেন

দরপতনের একদিন পরই সপ্তাহের তৃতীয় দিনে সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 10:40 AM
Updated : 26 Sept 2016, 10:42 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ১০ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৪ পয়েন্ট হয়েছে।

আগের দিন (রোববার) ডিএসইএক্স প্রায় ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৩ পয়েন্টে অবস্থান করছিল।

সোমবার ডিএসইতে ৫৫২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ দশমিক ১০ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১০৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৭ পয়েন্ট বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৯৬ পয়েন্ট হয়েছে।

আগেরদিন সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৩৩ পয়েন্ট হয়েছিল।

সিএসইতে সোমবার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩৫ দশমিক ০১ শতাংশ কম।

এ বাজারে লেনদেনে থাকা ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।