লেনদেন কমলেও সূচক বেড়েছে

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের প্রথম দিনের লেনদেন শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 11:33 AM
Updated : 24 Sept 2016, 11:33 AM

শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৮০ পয়েন্ট হয়েছে।

এদিন ডিএসইতে ৫২২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৬ শতাংশ কম।

লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৯৩ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১৮.৭৩ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩ টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।

সাধারণত রোববার সপ্তাহের লেনদেন শুরু হলেও এবার ঈদের ছুটির কারণে সরকারি আদেশ অনুযায়ী শনিবার লেনদেন হয়।