ডিএসইতে ৮ মাসে সর্বোচ্চ লেনদেন

আট মাস পর ঢাকার পুঁজিবাজারে লেনদেন ছয়শ কোটি টাকা ছাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2016, 09:35 AM
Updated : 21 Sept 2016, 12:56 PM

কোরবানির ঈদের পর থেকে সূচক ও লেনদেনের ঊর্ধ্বগতিতে চাঙাভাবের লক্ষণ দেখছিলেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

সেই আশার সঙ্গে সঙ্গতি রেখে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন দাঁড়ায় ৬১৪ কোটি ১২ লাখ টাকা।

সর্বশেষ গত ২০ জানুয়ারি লেনদেন ছয়শ কোটি টাকার বেশি হয়েছিল। সেদিন লেনদেনের পরিমাণ ছিল ৬৬৯ কোটি টাকা।

তার ঠিক আট মাস পর লেনদেন ছয়শ কোটি টাকা ছাড়াল। বুধবারের লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ১৪ শতাংশ বেশি। গত তিন দিনই লেনদেন ৫০০ কোটি টাকার বেশি।   

 লেনদেনের সঙ্গে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সও প্রায় ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৭২টির দর বেড়েছে। লেনদেন হওয়া ৯১টি শেয়ারের দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে ৫৯টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩১৩ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৯.৬০ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।