সূচক বেড়েছে ঢাকায়, কমেছে চট্টগ্রামে

সপ্তাহের চতুর্থ দিনে সূচক সামান্য বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2016, 11:38 AM
Updated : 31 August 2016, 11:39 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় তিন পয়েন্ট বেড়ে চার হাজার ৫২৭ পয়েন্টে হয়েছে।

ডিএসইতে ৪০৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২২.৯২ শতাংশ কম।

এদিন ডিএসইতে লেনদেনে থাকা ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১১৫টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন দুই পয়েন্ট কমে ১৩ হাজার ৯০০ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২২ কোটি ৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১০.৩০ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।