স্বপন কুমার বিএসইসিতে আরও ৪ বছর

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে আরও চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক স্বপন কুমার বালা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2016, 10:04 AM
Updated : 30 August 2016, 10:04 AM

ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক স্বপনকে দুই বছরের চুক্তিতে বিএসইসির কমিশনার নিয়োগ দিয়ে গত ১৮ এপ্রিল আদেশ জারি করেছিল সরকার।

মঙ্গলবার ওই আদেশ সংশোধন করে অধ্যাপক স্বপনকে চার বছরের জন্য বিএসইসির কমিশনার নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের এই অধ্যাপককে নিয়োগের দিন থেকে পরবর্তী চার বছরের চুক্তিতে বিএসইসির কমিশনার নিয়োগ দেওয়া হলো।

বিএসইসির কমিশনার হিসেবে তার চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশে বলা হয়েছে।

একজন চেয়ারম্যানের সঙ্গে চার জন কমিশনারকে নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত।

এম খায়রুল হোসেন কমিশনের চেয়ারম্যান এবং অধ্যাপক এম হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন, মো. এ সালাম সিকদার এবং অধ্যাপক স্বপন কুমার বালা কমিশনারের দায়িত্বে আছেন।