সূচক কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2016, 09:49 AM
Updated : 30 August 2016, 09:51 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৫২৪ পয়েন্টে নেমেছে।

ডিএসইতে হাতবদল হয়েছে ৫৩১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৯ দশমিক ৩৭ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৯২টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে ১৩ হাজার ৯০৩ পয়েন্টে নেমেছে।

সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ২৪ দশমিক ৮৭ শতাংশ বেশি।

হাতবদল হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১ টির, কমেছে ১৩০টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির।