শিপিং কর্পোরেশনের লভ্যাংশ ব্যাংক হিসাবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2016, 09:30 AM
Updated : 30 August 2016, 09:34 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

আলোচিত বছরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।