সামিটের একীভূতকরণ বিষয়ে ৩ সদস্যের কমিটি

পুঁজিবাজারের জ্বালানি ও বিদ্যুত খাতের তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার ও তালিকাচ্যুত কোম্পা‌নি সা‌মিট পূর্বাঞ্চল পাওয়া‌রের একীভূতকরণ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 11:43 AM
Updated : 28 August 2016, 11:43 AM

শনিবার ডিএসইর জরুরি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এর ওয়েবসেইটে জানানো হয়েছে।

ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল মতিন পাটোয়ারীকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সিটিও জিয়াউল করিম ও এজিএম ওয়াহিদুজ্জামান।

এ কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার একই বিষয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ কমিটির প্রধান বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। তিন সদস্য হলেন- পরিচালক মনসুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম ও উপ-পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার।

এই কমিটির আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।