ডিএসইতে দরপতনের শীর্ষে ন্যাশনাল টিউব

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিন সবচেয়ে বেশি দর কমেছে ন্যাশনাল টিউব লিমিডেটের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 10:53 AM
Updated : 28 August 2016, 10:53 AM

রোববার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮ দশমিক ৮০ শতাংশ।

বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে রোববারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, বৃহস্পতিবার ন্যাশনাল টিউবের সমাপনী মূল্য ছিল ১৫২.২ টাকা। রোববার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১৩৮.৮০ টাকা।

ডিএসইতে এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এম্বি ফার্মাসিউটিক্যালস; কোম্পানিটির দর কমেছে ৬ দশমিক ১১ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ (৫ দশমিক ৯৭ শতাংশ), বীচ হ্যাচারি (৫ দশমিক ২৬ শতাংশ), উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি (৫ দশমিক ১৩ শতাংশ), ফার্মা এইডস (৪ দশমিক ৫৭ শতাংশ), আজিজ পাইপস (৪ দশমিক ৪৯ শতাংশ), স্টাইলক্রাফট (৪ দশমিক ৩৮ শতাংশ), শ্যামপুর সুগার মিলস (৪ দশমিক ৩২ শতাংশ) এবং এক্সজিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড (৪ দশমিক ২৯ শতাংশ)।

তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।