‘কারণ ছাড়াই’ বাড়ছে তিন কোম্পানির দর

শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিম টেক্সটাইল, বিডি অটোকারস ও এপেক্স ফুডসের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2016, 09:06 AM
Updated : 24 August 2016, 09:06 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, এই দর বৃদ্ধির কোনো কারণ নেই ।

ডিএসইর ওয়েবসাইটে দেখা গেছে, গত ২৫ জুলাই রহিম টেক্সটাইলের প্রতিটি শেয়ারের দর ছিল ২৫৫.২ টাকা।

এটি ২৩ অগাস্ট লেনদেন শেষে ৬৪.৪ টাকা বা ২৫ শতাংশ বেড়ে ৩১৯.৬ টাকায় দাঁড়িয়েছে।

বিডি অটোকারসের শেয়ার দর ২৫ জুলাই ছিল ৩৬.৫ টাকা, যা ২৩ অগাস্ট দাঁড়ায় ৩৮.৬ টাকায়।

একইভাবে ২৫ জুলাই এপেক্স ফুডসের শেয়ারের দর ছিল ১২৩.৪ টাকা, ২৩ অগাস্ট লেনদেন শেষে তা ১৩৩.৫ টাকা হয়।

এ সময়ে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১০.১ টাকা বা ৮.১৮ শতাংশ।

এদিকে তিন কোম্পানির পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছে, তাদের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার মতো অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।