দুই ঘণ্টায় সূচকের পতন

সপ্তাহের চতুর্থদিন প্রথম দুই ঘণ্টার লেনদেনে দুই পুঁজিবাজারেই কমেছে সূচক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2016, 07:54 AM
Updated : 24 August 2016, 07:59 AM

বুধবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৭ দশমিক ৫৮ পয়েন্ট কমে চার হাজার ৫৪৬ পয়েন্ট হয়েছে।

এসময় হাতবদল হয়েছে ২৪২ কোটি ছয় লাখ টাকার শেয়ার।

এ বাজারে লেনদেনে থাকা ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৩২টির ও অপরিবর্তিত রয়েছে ৭৯টির।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৭৯ পয়েন্ট হয়েছে; লেনদেন হয়েছে নয় কোটি ৯৫ লাখ টাকার শেয়ার।

লেনদেনে থাকা ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ৯৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।