মুনাফা কমেছে প্রাইম ব্যাংকের

চলতি বছরের প্রথম ছয় মাসে প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের একই সময়ে কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2016, 12:19 PM
Updated : 28 July 2016, 12:19 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, এই সময়ে বেসরকারি ব্যাংকটির ইপিএস কমেছে ৯০ শতাংশ।

২০১৬ সালের জানুয়ারি-জুন সময়ে প্রাইম ব্যাংকের ইপিএস হয়েছে ৩১ পয়সা, গত বছরের এই সময়ে যা ছিল ৩ টাকা ১১ পয়সা।

বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৮১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২৪ টাকা ৩২ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুনে) কোম্পানিটির ইপিএস (লোকসান) হয়েছে ২০ পয়সা, গত বছরের একই সময়ে যা ১ টাকা ৩৫ পয়সা ছিল।