মুনাফা বেড়েছে আইএফআইসি ব্যাংকের

চলতি বছরের প্রথম ছয় মাসে আইএফআইসি ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2016, 11:59 AM
Updated : 28 July 2016, 11:59 AM

কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের এই তথ্য বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

২০১৬ সালের জানুয়ারি-জুন সময়ে পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত এই কোম্পানির ইপিএস ১২ দশমিক ৬০ শতাংশ বেড়ে ১ টাকা ৬১ পয়সা হয়েছে। গত বছরের একই সময়ে এটা ছিল এক টাকা ৪৩ পয়সা ছিল।

আলোচিত সময়ে আইএফআইসির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ০৮ পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল ২৩ টাকা ৬৬ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুনে) কোম্পানিটির ইপিএস (লোকসান) হয়েছে ১ টাকা ০৩ পয়সা, যা গত বছরের এই সময়ে ছিল ৭৩ পয়সা।