সিএসইতে লেনদেন বেড়ে দ্বিগুণ

সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়ে দ্বিগুণ হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2016, 10:26 AM
Updated : 28 July 2016, 12:28 PM

বৃহস্পতিবার দিন শেষে সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে শতভাগ বেড়ে ৪২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

আর ডিএসইতে হাতবদল হয় ৩৭৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৭ শতাংশ কম।

লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৪৯টির ও অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার ৫৩৮ পয়েন্টে প্রায় অপরিবর্তিত রয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৭২ পয়েন্ট হয়েছে।

লেনদেনে থাকা ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১২২টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির।