সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2016, 11:07 AM
Updated : 24 July 2016, 11:07 AM

এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫১ পয়েন্টে নেমেছে।

এই বাজারে ৩৩৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৯ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৪০টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

এদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৯৪ পয়েন্টে নেমেছে।

লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৩.৬৭ শতাংশ বেশি।

সিএসইতে হাতবদল হওয়া ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১১৩টি ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির।