সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2016, 10:08 AM
Updated : 28 June 2016, 10:08 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৫১ পয়েন্টে ওঠে।

এই বাজারে লেনদেন আগের দিনের চেয়ে ১০ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৩৮৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০০টির, কমেছে ৭২টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৫২ পয়েন্টে ওঠেছে।

সিএসইতে লেনদেন আগের দিন থেকে ৭০ দশমিক ৫১ শতাংশ কমে ১৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

হাতবদল হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৫০টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির।