বাজেটের আগে ‘সাবধানী’ লেনদেন

বাজেট ঘোষণার আগের দিন বাংলাদেশের পুঁজিবাজারে লেনদেনে ছিল অনেকটাই সাবধানীভাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2016, 12:44 PM
Updated : 1 June 2016, 12:44 PM

দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকে খুব একটা হেরফের হয়নি।

ডিএসইতে লেনদেন কমলেও সূচক সামান্য বেড়েছে। সিএসইতে সূচক সামান্য কমলেও লেনদেন কিছুটা বেড়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজেট ঘোষণার আগের দিন বরাবরই বাজার এমন থাকে। সবাই সাবধানী লেনদেন করেন।

“বাজেটে পুঁজিবাজারের জন্য কী থাকবে-সেজন্য সবাই অপেক্ষা করেন। লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকেন।”

বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তার আগের দিন বুধবার ডিএসইতে ৩৫৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৬৮ কোটি ১৫ লাখ টাকা বা ১৬ শতাংশ কম।

মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৪২৬ কোটি ২৩ লাখ টাকা।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৭টির। অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪২১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১ পয়েন্টে। ডিএস৩০ সূচকও দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৪৬ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৭ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১০৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।