ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে জিপিএইচ ইস্পাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে জিপিএইচ ইস্পাতের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2016, 11:12 AM
Updated : 29 May 2016, 11:12 AM

রোববার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে বেড়েছে ১০ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার জিপিএইচ ইস্পাতের শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৮ টাকা, যা রোববার দিন শেষে ৩০ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

এদিন দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ডেফোডিল কম্পিউটারস (৯ দশমিক ৪৮ শতাংশ), ইউনাইটেড এয়ারওয়েজ (৮ দশমিক ৯৩ শতাংশ), সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস (৮ দশমিক ৮১ শতাংশ), বেঙ্গল উইন্ডসর থার্মপ্লাস্টিকস (৮ দশমিক ৬১ শতাংশ), জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস (৮ দশমিক ৩৭ শতাংশ), গ্লোবাল হেভি কেমিক্যালস (৮ দশমিক ৩৬ শতাংশ), স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ (৭ দশমিক ২৭ শতাংশ) এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি (৬ দশমিক ৯৫ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।