চাঙ্গা পুঁজিবাজার

সপ্তাহের শুরুর দিনটি চাঙ্গাভাবেই পার করলো দেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2016, 10:19 AM
Updated : 29 May 2016, 10:19 AM

রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৯ পয়েন্টের মতো বেড়ে ৪৪২৭ পয়েন্টে অবস্থান করছে; লেনদেন চারশ কোটি টাকা ছাড়িয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১০৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩০ কোটি টাকার মতো।

গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ২২ পয়েন্ট বেড়েছিল। তবে তার আগের দিন ২৮ পয়েন্টের মতো পড়ে গিয়েছিল।

রোববার ডিএসইতে উর্ধ্বমুখী প্রবণতা নিয়ে লেনদেন শুরু হয়ে শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

এদিন ডিএসইতে ৪২৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৭৮ কোটি  টাকা বেশি।

লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির দর।

ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৩৪ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়; সিএএসপিআই ১০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৩১ পয়েন্টে।

এ বাজারে লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৭২টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির।