ইটিএফ গঠনের আইন অনুমোদন

বাংলাদেশের পুঁজিবাজারে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) গঠনে আইনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি,  এখন হবে জনমত যাচাই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 04:02 AM
Updated : 28 May 2016, 04:31 AM

বৃহস্পতিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইটিএফ-কে কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম হিসেবে চালু করার উদ্দেশ্যে (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড) রুলস, ২০১৬ এর খসড়ার কিছু সংশোধনসহ এ অনুমোদন দেওয়া হয়েছে।

এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে। তবে এটি স্টক এক্সচেঞ্জে মিউচুয়াল ফান্ডের মতো ইউনিট হিসেবে লেনদেন না হয়ে শেয়ারের মতো লেনদেন হবে।

ফান্ডের ন্যূনতম আকার হবে ৫০ কোটি টাকা। তবে এই আকার পরিবর্তন করা যাবে।

যেহেতু ফান্ডটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে সেহেতু ফান্ডের এনএভি ও বাজার এর মধ্যে ব্যবধান সৃষ্টি হলে অথরাইজড পার্টিসিপেন্টগণ আর্বিট্রেজ ফাংশন পালন করবে।

এ ফান্ডের যারা অথরাইজড পার্টিসিপেন্টস হিসেবে কাজ করবেন, তারা মার্কেট মেকারের ভূমিকাও পালন করবেন।

এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মূলত ইনডেক্স বেসড ফান্ড, যা জেনারেল ইনডেক্স অথবা ইসলামিক ইনডেক্স বেসড হতে পারে।

ইলিজিবল ইনভেস্টরদের নিকট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমেই মূলত ফান্ড গঠিত হবে। তবে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সম্পূর্ণ ফান্ড গঠিত না হলে কমিশনের অনুমোদনক্রমে পাবলিক অফারের মাধ্যমেও সাধারণ বিনিয়োগকারীরা অংশগ্রহণ করতে পারবেন।