পদ্মা লাইফ ইসলামিক ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি ইউএফএস পদ্মা লাইফ ইসলামিক ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 03:52 AM
Updated : 28 May 2016, 04:32 AM

বৃহস্পতিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বে-মেয়াদি ইউএফএস পদ্মা লাইফ ইসলামিক ইউনিট ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকায় প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়।

মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা, উদ্যোক্তার অংশ ৫ কোটি টাকা এবং বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৫ কোটি টাকা, যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসাবে ইউনিভার্সেল ফাইন্যান্সিয়াল সলুশন লিমিটেড, ট্রাস্টি হিসাবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) এবং কাস্টডিয়ান হিসাবে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এদিকে ৬ষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডকে মেয়াদি (ক্লোজ ইন্ড) থেকে বে-মেয়াদি (ওপেন ইন্ড) ফান্ডে রূপান্তরের উদ্দেশ্যে গত ০৯ মার্চ অনুষ্ঠিত ইউনিট মালিকগণের বিশেষ সভার প্রস্তাব কমিশন অনুমোদন দিয়েছে।