দেশে তৈরি বুক বিল্ডিং সফটওয়্যার চালু

দেশের দুই স্টক এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে নিজেদের তৈরি বুক বিল্ডিং সফটওয়্যার চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2016, 01:50 PM
Updated : 26 May 2016, 01:50 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে এক অনুষ্ঠানে সফটওয়্যাটি উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদস্য অধ্যাপক স্বপন কুমার বালা।

তিনি বলেন, “এতোদিন বাইরের একটি কোম্পানি বুক বিল্ডিং পদ্ধতিতে আসা কোম্পানিগুলোর কাজ সম্পন্ন করতে সেবা দিত। বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানি শেয়ারবাজারে আসা দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও প্রতিবছর বিপুল পরিমাণ ফি দিতে হতো।

“ব্যয় কমানো অন্যতম লক্ষ্য রেখে নিজস্ব উদ্যোগে নতুন বুক বিল্ডিং সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।”

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, “নতুন বুক বিল্ডিং সফটওয়্যার উদ্বোধনের মাধ্যমে আত্মবিশ্বাসের উদ্বোধন হল।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর পরিচালক ওয়ালিউল ইসলাম।

২০০৯ সালের ১৮ অক্টোবর দুবাইভিত্তিক ইনফোটেক কোম্পানির কাছ থেকে কেনা ইন্টিগ্রেটেড সফটওয়্যার বুক বিল্ডিং সিস্টেমে যুক্ত করা হয়।