ডিএসইতে দর পতনের শীর্ষে এমজেএল বাংলাদেশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে এমজেএল বাংলাদেশ লিমিটিডের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 09:58 AM
Updated : 25 May 2016, 09:58 AM

বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১০ দশমিক ৯৬ শতাংশ।

এদিন এমজেএল’র লভ্যাংশ সমন্বয় হয়, যার ফলে দাম কমেছে ।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, মঙ্গলবার এমজেএল বাংলাদেশের সমাপনী মূল্য ছিল ১০৮ টাকা ৬০ পয়সা। বুধবার লেনদেন শেষে তা ৯৬ টাকা ৭০ পয়সা হয়েছে।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড। এ শেয়ারের দর কমেছে ৭ দশমিক ২৮ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে রহিমা ফুড করপোরেশন লি: (৭.১৩%), বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লি: (৬.৭৬%), এশিয়া ইন্স্যুরেন্স লি: (৫.৮০%), ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লি: (৫.২০%), বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লি: (৪.৮৪%), যমুনা ব্যাংক লি: (৪.৬৫%), বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (৪.৫৮%) এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লি: (৪.৫৫%)।

এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।