দর বৃদ্ধির শীর্ষে এশিয়া-প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে এশিয়া-প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 09:50 AM
Updated : 25 May 2016, 09:50 AM
বুধবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ছয় দশমিক ৩৮ শতাংশ।

মঙ্গলবারের সমাপনী মূল্যের সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে এ দর বৃদ্ধি।

ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, মঙ্গলবার এশিয়া-প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৪ টাকা ১০ পয়সা। বুধবার দিন শেষে তা ১৫ টাকা হয়েছে।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর দর বেড়েছে ছয় দশমিক ২৫ শতাংশ।

অন্য কোম্পানিগুলো হচ্ছে- জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিঃ (৫.৭১%), আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড (৫.৫৯%), ফ্যামিলিটেক্স (বিডি) লিঃ  (৫.৪৯%), ইস্টার্ন ক্যাবলস লি: (৪.০২%), তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড (৩.৫৭%), এটলাস বাংলাদেশ লি: (৩.৫০%), সিএন্ডএ টেক্সটাইলস লিমিটেড (৩.৩৭%) এবং এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লি: (৩.২৫%)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।