পুঁজিবাজারে দরপতন

সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক এবং লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 09:34 AM
Updated : 25 May 2016, 09:34 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৮ পয়েন্ট কমে চার হাজার ৩৬৬ পয়েন্টে আছে।

ডিএসইতে ৩৭৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে তিন দশমিক ৯১ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮২ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৬১ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১৯ দশমিক ৩৮ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩ টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।