ফের পতন পুঁজিবাজারে

এক দিন যেতে না যেতেই আবারও আগের রূপে ফিরে গেছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2016, 12:50 PM
Updated : 4 May 2016, 01:30 PM

বুধবার দুই বাজারেই সূচক পড়েছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এরমধ্যে ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৪ পয়েন্ট; চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) ২৪ পয়েন্ট।

কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তা ঘোষণার পরদিন মঙ্গলবার বড় ধরনের উল্লম্ফনের মধ্য দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল পুঁজিবাজার।

ওইদিন ডিএসইএক্স বেড়েছিল ১০০ পয়েন্টের বেশি। সিএসই  সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছিল ৩০৭ পয়েন্ট।

মঙ্গলবার দুই বাজারেই নিম্নমুখী প্রবণতা নিয়ে লেনদেন শুরু হয়। শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে।

তবে ‘এই দরপতনকে’ স্বাভাবিক বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

মিউচ্যুয়াল ট্রাস্ট ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভয়ের কিছু নেই। টানা দরপতনের পর মঙ্গলবার বাজার অনেকটা বেড়েছিল। বেশি লাভ হওয়ায় অনেকেই শেয়ার বিক্রি করে দিয়েছে। সেল প্রেসার বাড়ায় দরপতন হয়েছে।”

বুধবার ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ৪২৫৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএইএক্স শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৪২ এবং ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৮ কোটি টাকা।

লেনদেন হওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত আছে ২৬টির দর।

সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে ১৩১০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার।

লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।