১৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১৩টি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2016, 10:04 AM
Updated : 2 May 2016, 02:26 PM

কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ রোববার সভা করে গত বছরের জন্য লভ্যাংশ নির্ধারণ করে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

এগুলো হলো- বাটা সু, আরামিটের দুই কোম্পানি, বিজিআই, ঢাকা ইন্সুরেন্স, জেনারেশন নেক্সট ফ্যাশনস্‌, ইসলামি ইন্সুরেন্স, রংপুর ফাউন্ড্রি, স্যালভো কেমিকেল ইন্ডাস্ট্রিজ, দ্য সিটি ব্যাংক, জেএমআই সিরিঞ্জস্, কর্ণফুলি ইন্সুরেন্স, ন্যাশনাল ব্যাংক।

বাটা সু

চামড়া খাতের কোম্পানি বাটা সু শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে।

এর আগে কোম্পানিটি ২১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করায় সব মিলে লভ্যাংশ হলো ৩২০ শতাংশ।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৩ জুন, যার রেকর্ড ডেট ২৪ মে।

আরামিট

বিবিধ খাতের এই কোম্পানি শেয়ারহোল্ডারদের অন্তর্বর্তীকালীন ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

লভ্যাংশ দাবির জন্য ২২ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

গত বছর আরামিটের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৩৩ পয়সা, শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১৪৮ টাকা ৮৭ পয়সা।

আরামিট সিমেন্ট

নির্মাণ খাতের এই কোম্পানি অন্তর্বর্তীকালীন ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে।

গত বছর আরামিট সিমেন্টের ইপিএস হয়েছে ৪৯ পয়সা; এনএভি দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৮ পয়সা।

বিজিআইসি

বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি (বিজিআইসি) দেবে ১১ শতাংশ নগদ লভ্যাংশ।

বিমা খাতের এই কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ জুন অনুষ্ঠিত হবে; রেকর্ড ডেট রাখা হয়েছে ২৪ মে।

বিজিআইসির ইপিএস হয়েছে ১ টাকা ১৩ পয়সা; এনএভি দাঁড়িয়েছে ১৯ টাকা ৬২ পয়সা।

ঢাকা ইন্সুরেন্স

মেয়ারহোল্ডারদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ঢাকা ইন্সুরেন্স।

কোম্পানির এজিএম ২৯ জুন অনুষ্ঠিত হবে; এর জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ২২ মে।

বিমা খাতের এই কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা; এনএভি হয়েছে ১৭ টাকা ৩৬ পয়সা।

জেনারেশন নেক্সট ফ্যাশনস্‌

১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস্‌ ।

কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে ২৫ জুন, যার রেকর্ড ডেট ২২ মে।

গত বছর কোম্পানির ইপিএস হয়েছে ৯১ পয়সা, এনএভি দাঁড়িয়েছে ১৩ টাকা ০৯ পয়সা।

ইসলামি ইন্সুরেন্স

বিমা খাতের এই কোম্পানি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

ইসলামি ইন্সুরেন্স বাংলাদেশের এজিএম ৪ জুন অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ১৯ মে।

কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ১৫ পয়সা, এনএভি দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৮ পয়সা।

রংপুর ফাউন্ড্রি

রংপুর ফাউন্ড্রি ২৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

প্রকৌশল খাতের এই কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে ২৩ জুন, যার রেকর্ড ডেট ১৯ মে।

গত বছর রংপুর ফাউন্ড্রির ইপিএস হয়েছে ৩ টাকা ৫৯ পয়সা, এনএভি দাঁড়িয়েছে ২১ টাকা ৩৯ পয়সা।

স্যালভো কেমিকেল ইন্ডাস্ট্রিজ

শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে ওষুধ ও রসায়ন খাতের এই কোম্পানি।

কোম্পানির এজিএম হবে ৩ অগাস্ট, রেকর্ড ডেট রয়েছে ৬ জুন।

স্যালভো কেমিকেল ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ৬২ পয়সা; এনএভি দাঁড়িয়েছে ১১ টাকা ২৮ পয়সা।

জেএমআই সিরিঞ্জস্

রংপুর জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইস ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির এজিএম হবে ২০ অগাস্ট, যার রেকর্ড ডেট ১২ জুন।

গত বছর কোম্পানির ইপিএস হয়েছে ৪ টাকা ৮১ পয়সা; এনএভি দাঁড়িয়েছে ৬০ টাকা ৬৪ পয়সা।

দ্য সিটি ব্যাংক

শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে দ্য সিটি ব্যাংক।

কোম্পানির এজিএম হবে ১৮ জুলাই, রেকর্ড ডেট রয়েছে ১২ জুন।

ব্যাংক খাতের এই কোম্পানির ইপিএস হয়েছে ৪ টাকা ০৯ পয়সা; এনএভি দাঁড়িয়েছে ২৯ টাকা ১৩ পয়সা।

ন্যাশনাল ব্যাংক

ন্যাশনাল ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে ২৯ জুন, যার রেকর্ড ডেট ৩১ মে।

ন্যাশনাল ব্যাংকের ইপিএস হয়েছে ২ টাকা ২৬ হয়েছে; এনএভি দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৭ পয়সায়।

কর্ণফুলি ইন্সুরেন্স

কর্ণফুলি ইন্সুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে ২৭ জুন, যার রেকর্ড ডেট রাখা হয়েছে ২২ মে।

বিমা খাতের এই কোম্পানির ইপিএস হয়েছে ৪৭ পয়সা, এনএভি দাঁড়িয়েছে ১৯ টাকা ১১ পয়সা।