এসিআই'র শেয়ারে ৫ সেকেন্ডের ‘ঝড়’

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে এসিআই লিমিটেডের শেয়ার দরে অস্বাভাবিক উত্থান-পতন দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2016, 03:54 PM
Updated : 28 April 2016, 06:22 PM

বৃহস্পতিবার ডিএসই ওয়েবসাইটে দেখা যায়, ৫৮০ টাকায় শুরু হয় ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির লেনদেন। মাঝে হঠাৎ মাত্র ৫৬ টাকায় ছয়টি লেনদেন হয়; এরপর আবার তা উঠে আসে ৫৪০ টাকায়।

সকাল ১০টা ৩০ মিনিট ২৮ সেকেন্ড থেকে সকাল ১০টা ৩০ মিনিট ৩৩ সেকেন্ড- এই পাঁচ সেকেন্ডে ছয়টি লেনদেনের মাধ্যমে কোম্পানিটির ৮১৫০টি শেয়ার হাতবদল হয়।   

এরপর সকাল ১০টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড থেকে ৫৪০ টাকায় লেনদেন হয় এসিআই লিমিটেডের শেয়ার।  

বুধবার শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার দিন সর্বশেষ ৫৬৬.২০ টাকায় লেনদেন হয় এই শেয়ার।

বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয় ৫২৫.৩০ টাকায়; সর্বোচ্চ ৫৮৫ টাকা পর্যন্ত উঠেছিল এই শেয়ারের দাম।      

এদিন এসিআই লিমিটেডের মোট ৩ লাখ ৭১ হাজার ৫৮৪টি শেয়ার লেনদেন হয়।

গত দুই বছরে কখনও ২০০ টাকার নিচে লেনদেন হয়নি এই কোম্পানির শেয়ার।

বুধবার এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১১৫ শতাংশ নগদ; আর ১০ শতাংশ স্টক।

এসিআই লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৭৬ সালে।