দরপতনেই পুঁজিবাজারের সপ্তাহ পার

টানা চার দিনের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ দিনটিও দরপতনের মধ্য দিয়েই শেষ হলো পুঁজিবাজারের লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2016, 11:24 AM
Updated : 28 April 2016, 11:24 AM

দুই পুঁজিবাজারেই সূচক কমলেও আগের মতো বৃহস্পতিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট কমে ৪ হাজার ১৯৬ পয়েন্টে নেমেছে।

হাতবদল হয়েছে ৪৪২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৪ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৮ পয়েন্ট কমে ১২ হাজার ৯১৯ পয়েন্টে নেমেছে।

লেনদেন হয়েছে ২১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ২২ দশমিক ৬৫ শতাংশ কম।

হাতবদল হওয়া ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ১৬১ টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।