ঊর্ধ্বগতিতে সপ্তাহ শেষ পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 10:15 AM
Updated : 11 Feb 2016, 10:15 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮১ পয়েন্টে ওঠে।

লেনদেন আগের দিনের চেয়ে ৩৯ দশমিক ৫৩ শতাংশ বেড়ে ৫০৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৭৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৪৬ পয়েন্টে ওঠেছে।

লেনদেন ৩৭ দশমিক ২১ শতাংশ বেড়ে ৩১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

সিএসইতে লেনদেনে থাকা ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।