বিএসআরএম ১৫%, বিএসআরএম স্টিল ৩০% লভ্যাংশ দেবে

শেয়ারহোল্ডারদের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম ১৫ শতাংশ ও বিএসআরএম স্টিল ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতেবদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 08:42 AM
Updated : 11 Feb 2016, 08:42 AM

এর মধ্যে বিএসআরএম স্টিল পুরোটাই নগদ এবং বিএসআরএম ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার হিসেবে দেবে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বিএসআরএম লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ মার্চ দুপুর সাড়ে ১২টায় বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ৩ মার্চ।

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৮ পয়সা এবং শেয়ারপ্রতি ডাইলুটেড ইপিএস ৪ টাকা ৭৫ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ৫৫ টাকা ২৮ টাকা ।

অন্যদিকে বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসআরএম স্টিল লিমিটেড।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ৬ টাকা শূন্য ৯ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ৫৭ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ৩ মার্চ।