জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার অনুমোদন

রাইট শেয়ার ছাড়ার অনুমতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 03:59 PM
Updated : 9 Feb 2016, 03:59 PM

মঙ্গলবার নিয়মিত কমিশন সভায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই অনুমোদন দেয়।
জিপিএইচ ইস্পাত বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে তিনটি করে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব করেছে। প্রতিটি রাইট শেয়ারের জন্য কোম্পানিটি ৪ টাকা প্রিমিয়ামসহ ১৪ টাকা করে নেবে।

কোম্পানিটি ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার শেয়ারের বিনিময়ে পুঁজিবাজার থেকে ২৬১ কোটি ৯৫ লাখ ৪০ টাকা তুলবে।

৩১ জানুয়ারি, ২০১৫ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৯৪ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৫ টাকা ৯৯ পয়সা।

কোম্পানিটি এ টাকা দিয়ে ব্যবসা সম্প্রসারণ করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করবে।

ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করেছে বানকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও লংকাবাংলা ইনভেস্টমেন্টস।