পুঁজিবাজারে পড়েছে সূচক

বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মূলসূচক পড়েছে; ঢাকায় প্রধান সূচক কমেছে ২০, আর চট্টগ্রামে ৩৪ পয়েন্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 01:00 PM
Updated : 8 Feb 2016, 01:00 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স সূচক কমলেও বেড়েছে লেনদেন।

সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান সূচক ১৯ দশমিক ৭২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬১ পয়েন্টে অবস্থান করছে।

আর ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১০ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪২ পয়েন্টে।

এদিন বাজারে ৩৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা রোববারের চেয়ে ২২ কোটি টাকা বেশি।

দিনের লেনদেনে ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির শেয়ার দর।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আইসিটি, সিটি ব্যাংক, এসিআই ফরমুলেশন, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, এসিআই লিমিটেড, ইউনাইটেড, বেক্সিমকো লিমিটেড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা সিএসইতে ২০ কোটি ৫০ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৬ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

সপ্তাহের প্রথম দিন রোববার এ বাজারে ২৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল। এ হিসেবে প্রায় চার কোটি টাকার লেনদেন কম হয়েছে চট্টগ্রামে।