দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা সোমবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হচ্ছে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2015, 10:49 AM
Updated : 30 March 2015, 01:00 PM

বৈঠকে কোম্পানি দুটির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।

বিমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

এই কোম্পানি ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ১ টাকা ৫৫ পয়সা।

ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

২০১৩ সালে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ২ টাকা ৫৮ পয়সা।