রোনালদোকে হারিয়ে মেসির আরেকটি পুরস্কার

বার্সেলোনায় অসাধারণ একটা মৌসুম কাটানো লিওনেল মেসি আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন। লা লিগায় প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো আর ছেলেদের টেনিসের এক নম্বর তারকা নোভাক জোকোভিচকে পেছনে ফেলে সেরা আন্তর্জাতিক অ্যাথলেটের জন্য ২০১৫ সালের ইএসপিওয়াই পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2015, 05:04 AM
Updated : 17 July 2015, 05:04 AM

লস অ্যাঞ্জেলেসে বুধবার রাতে মাইক্রোসফট থিয়েটারে এক অনুষ্ঠানে মেসিকে সেরা অ্যাথলেট নির্বাচিত করা হয়। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় স্পোর্টস মিডিয়া ইএসপিএন প্রতিবছর এই এক্সেলেন্স ইন স্পোর্টস পারফরমেন্স ইয়ারলি (ইএসপিওয়াই) অ্যাওয়ার্ড দেয়।

সার্বিয়ার জোকোভিচ আর পর্তুগালের অধিনায়ক রোনালদো ছাড়াও মেসি চূড়ান্ত ভোটে পেছনে ফেলেন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের লুইস হ্যমিল্টন ও গলফে মেয়েদের শীর্ষ খেলোয়াড় কোরিয়ার লিডিয়া কোকে।

গত বছর এই পুরস্কার জিতেছিলেন রোনালদো। এই পুরস্কারের সাবেক বিজয়ীদের মধ্যে আছেন জ্যামাইকার স্প্রিন্টার উসাইন বোল্ট ও সুইস টেনিস তারকা রজার ফেদেরার।

মেসি ২০১৪/১৫ মৌসুমে বার্সেলোনার হয়ে ‘ট্রেবল’ জিততে ৫৮টি গোল করেন।