শোয়াইনস্টাইগারকে দলে টানল ম্যানইউ

বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার বাস্টিয়ান শোয়াইনস্টাইগারকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2015, 02:47 PM
Updated : 11 July 2015, 02:47 PM

জার্মানির এই বিশ্বকাপ জয়ী তারকাকে দলে নিতে জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছার কথা শনিবার ইউনাইটেড তাদের ওয়েবসাইটে জানায়।

তবে দলে টানতে শোয়েনস্টাইগারের পেছনে কত ব্যয় হয়েছে এবং চুক্তির বিস্তারিত তথ্য ম্যানচেস্টার ইউনাইটেড এখনও জানায়নি। সব কিছু পরে জানানো হবে বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের এই সফলতম দলটি।

২০০২ সাল থেকে বায়ার্ন মিউনিখের মূল দলে খেলছেন শোয়াইনস্টাইগার। জার্মানির ক্লাবটির হয়ে বুন্দেসলিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, জার্মান কাপ, উয়েফা সুপার কাপ-ক্লাব ফুটবলের সব শিরোপাই জিতেছেন তিনি। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার জার্মানির হয়ে ২০১৪ সালের বিশ্বকাপও জয় করেন।