বার্সায় আতলেতিকোর আরদা তুরান

আতলেতিকো মাদ্রিদ থেকে তুরস্কের মিডফিল্ডার আরদা তুরানকে দলে নিয়েছে স্পেনের লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 02:51 AM
Updated : 7 July 2015, 02:51 AM

সোমবার রাতে বার্সেলোনার ওয়েবসাইটে বলা হয়, পাঁচ বছরের জন্য ২৮ বছর বয়সী তুরানকে দলে নিতে প্রাথমিকভাবে খরচ হচ্ছে ৩ কোটি ৪০ লাখ ইউরো।
 
তবে বার্সেলোনার ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় আগামী জানুয়ারি পর্যন্ত নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে পারবেন না তুরান।
 
গালাতাসারাই থেকে ২০১১ সালে আতলেতিকোতে যোগ দেওয়ার পর গত চার মৌসুমে ২২টি গোল করার পাশাপাশি ৩২টি গোলে সহায়তা করেন তুরস্কের হয়ে ৮১টি ম্যাচ খেলা তুরান।
 
এখনও কাতালুনিয়ার ক্লাবটিতে তুরানের খেলা নিশ্চিত হয়নি। আগামী ১৮ জুলাই বার্সেলোনার নতুন সভাপতি নির্বাচনের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তাই আতলেতিকোর সঙ্গে চুক্তিতে বলা হয়েছে, নির্বাচনের পর দুই দিনের মধ্যে চাইলে তুরানকে ১০ শতাংশ কম দামে আবার আতলেতিকোর কাছে বিক্রি করা যাবে।
 
গত মৌসুমে লা লিগা, কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা লুইস এনরিকের দল সম্প্র্রতি সেভিয়া থেকে উইঙ্গার আলেক্সিস ভিদালকে দলে টানে।