নেইমারের শাস্তির বিরুদ্ধে আপিলে বাধ সেধেছিলেন দুঙ্গা!

কোপা আমেরিকায় নেইমারের চার ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আপিল করতে চাইলেও তাতে কোচ দুঙ্গা রাজি হননি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 07:59 AM
Updated : 6 July 2015, 07:59 AM

কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের শেষে অখেলোয়াড়সুলভ আচরণ করে লাল কার্ড দেখেন নেইমার। এ কারণে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন বার্সেলোনা ফরোয়ার্ডকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয়।  ফলে টুর্নামেন্টে শেষ হয়ে যায় ব্রাজিল অধিনায়কের।
 
সিবিএফ এই শাস্তির বিরুদ্ধে আপিল করার কথা প্রথমে জানিয়েছিল। কিন্তু পরে এই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। কোপা আমেরিকা শেষে নেইমারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল না করা নিয়ে ব্যাখ্যা দেন সিবিএফের সাধারণ সম্পাদক ওয়াল্তার ফেল্দমান।

“অনেক সময় কঠিন মুহূর্ত আসে, যখন আপনাকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে এবং একমাত্র সময়ই বলবে আপনি ঠিক, নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন।”

রোববার ইস্পোর্তে স্পেতাকুলারকে ফেল্দমান আরও বলেন, “কোচিং স্টাফরা শাস্তির বিরুদ্ধে আমাদের আপিল না করতে বলায় ভাবেনি। কারণ নেইমারকে চলে যেতে হওয়াটাই ভালো ছিল।”
 
নেইমারের মেজাজ নিয়ন্ত্রণে রাখা শেখাতেই দুঙ্গা সিবিএফকে আপিল না করার অনুরোধ জানিয়েছিলেন বলে উল্লেখ করেন ফেল্দমান।